বাংলাদেশের ঝিনাইদহে বানিজ‍্যিক প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা : তদন্তে প্রশাসন

28th July 2020 8:34 pm অনান‍্য
বাংলাদেশের ঝিনাইদহে বানিজ‍্যিক প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা : তদন্তে প্রশাসন


শিপলু জামান ( বাংলাদেশ ) : বাংলাদেশের ঝিনাইদহে ভোক্তা অধিকার ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে দুটি প্রতিষ্ঠানে ৬৫ হাজার টাকা জরিমানা । জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৬ যৌথভাবে ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল জানান, মধুগঞ্জ বাজারে চিত্রা স্টোরে গিয়ে দেখা যায় তিনি অবৈধভাবে আমদানিকৃত বিদেশি কসমেটিকস বিক্রয় করছেন এবং মেয়াদ উত্তীর্ণ কমপ্লেন এবং মেয়াদ আছে এমন কমপ্লেন একত্রে বিক্রয় করে ভোক্তাদের সাথে প্রতারণা করছেন। চিত্রা স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। পরবর্তীতে জেসমিন জেনারেল স্টোরে গিয়ে দেখা যায় তিনি বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অবৈধভাবে আমদানিকৃত বিদেশি পণ্য বিক্রয় করছেন। জেসমিন জেনারেল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ৩৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা করা হয়। সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসন ও র‌্যাব-৬ এর সিপিসি-০২ এর কোম্পানি কমান্ডার সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আরও জানান।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।